জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন- স্লোগানে শেরপুরে মাদকের অপব্যবহার বিরোধী “তথ্য অভিযান” সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
প্রেস ব্রিফিং এ অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহসানুল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় মূল বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার নারায়ণ চন্দ্র সরকার। অনুষ্ঠানে বক্তারা মাদকের অপব্যবহার রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সেমিনার, সামাজিক আন্দোলন ও মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তাগিদ দেন।