শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশ রবিবার (২২ ডিসেম্বর) রাতে শেরপুর পৌরসভার খররমপুর ও সদর উপজেলার মুন্সিরচর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন মুন্সিরচর এলাকার মোঃ বাক্কি মিয়ার ছেলে ফরহাদ আলী (৩৮) শেরপুর পৌরসভার খররমপুর মহল্লার মৃত আমীর শেখের ছেলে মোঃ মিন্টু মিয়া (৪৫)। সোমবার (২৩ ডিসেম্বর ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মোঃ মোখলেছুর রহমানের নির্দেশে উপ-পরিদর্শক এসআই হাসিবুল হাসান এএসআই ইউসুফ, রেজাউল, মজিদ সঙ্গীয় ফোর্সসহ মুন্সিরচর এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ফরহাদ আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।।
অপরদিকে, ডিবির উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম এএসআই আমিনুল সঙ্গীয় ফোর্সসহ শেরপুর পৌরসভার খররমপুর মহল্লায় অভিযান চালিয়ে মিন্টু মিয়া নামে একজনকে আটক করে। পরে তার কাছে থাকা ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি ওসি মোঃ মোখলেছুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীদের নামে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।