শেরপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় শেরপুর সদর উপজেলার শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এই মাদকবিরোধী আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে এতে প্রধান অতিথি হিসেবে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ও বিশেষ অতিথি হিসেবে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
এছাড়াও শেরপুরের মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্র সজনের পরিচালক মেহের খান অপু তার নিজের ফেলে আসা মাদকাসক্ত জীবনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন । এসময় ওই প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন ।