শেরপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে আজ বিকাল সাড়ে ৩টায় শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. রেজুয়ান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক মাসুদুর রহমান তালুকদার। এসময় বক্তারা মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা মূলক এবং এর বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।