শেরপুরের শ্রীবরদীতে মরণনেশা ইয়াবা বিক্রির অপরাধে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর-শেরপুর সার্কেলের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারকে সাথে নিয়ে শ্রীবরদীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিনের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে আজ সকালে শ্রীবরদী উপজেলার মুন্সীপাড়া গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ও ছনকান্দা গ্রাম থেকে নুরজামালকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সোপর্দ করা হলে শ্রীবরদীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন ওই সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হচ্ছে উপজেলার মুন্সীপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও ছনকান্দা গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে নুরজামাল (৩৫)।
পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।