‘মাদক বিনোদনের মাধ্যম নয়, আত্মহননের পথ’ এই স্লোগানে শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর শেরপুরের যৌথ আয়োজনে আজ বুধবার (৩ জানুয়ারি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেন উপস্থিত থেকে র্যালির শুভ উদ্বোধন ঘোষনা করেন। ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো. অারিফুল ইসলাম , জেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, স্বজন মাদকাসক্তি চিকিৎসায় সহায়তা কেন্দ্রের পরিচালক মেহের খান অপু উপস্থিত ছিলেন ।
এছাড়া স্বজন মাদকাসক্তি চিকিৎসায় সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, এনজিও কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীক সমিতির নেতা, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসময় মাদকবিরোধী অভিযান জোরদারকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।