ফেব্রুয়ারির শেষ দিনে শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কবি সংঘ। এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় ‘মাতৃভাষার বিজয়ের মাস ফেব্রুয়ারি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন কবি আরিফ হাসান, আইরীন আহমেদ লীজা, আবুল কালাম আজাদ, মহিউদ্দিন বিন জুবায়েদ ও খন্দকার মোস্তাফিজুল হক।
এছাড়া মুক্ত আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি সন্ধ্যা রায়, হাসান খালিদ সাইফুল্লাহ স্যান্ডো, হারুনুর রশিদ, হাফিজুর রহমান লাভলু, এমদাদুল হক রিপন, মোঃ মোস্তাইন বিল্লাহ, কাজী মাজহারুল ইসলাম, নাসিম তালুকদার, মঞ্জুরুল হক, আনোয়ারা বেগম, মনিরুজ্জামান মনির, হাবিজা খাতুন হামযা, সালমা শেলী, শিউলি মিতু, মাহি আলভা সোহান, কামরুজ্জামান শিমু, খোশ মাহমুদ, মোঃ তারা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনে বীর শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সেই সাথে অনুষ্ঠানে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন-ব্যবহারসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে শহিদ মিনার নির্মাণ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।