শেরপুরের নকলার একটি মাজারের ওরশে চা পান করে ১৪ জন অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রানী শিমুল এলাকায় কথিত আ: হাকিম উদ্দিন ফকিরের মাজারে এ ঘটনা ঘটে।
নকলা উপজেলার রানী শিমুল এলাকার মনেজ আলী কয়েক বছর যাবত উল্লেখিত ফকিরের কবরকে মাজার বানিয়ে ওরস পালন করে আসছিল।মঙ্গলবার রাতে মাজারের খাদেম আ: সাত্তার স্থানীয় বাজার থেকে চা তৈরির বিভিন্ন সরঞ্জামাদী কিনে এনে মাজার এলাকায় চা তৈরি করে । সেই চা পান করে ১৪ জন অসুস্থ্য হয়ে পড়লে রাতেই নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মজিবর রহমান জানান, চায়ের মধ্যে এমন কিছু মিশানো হয়েছে যা খেয়ে তাৎক্ষনিক অসুস্থ হয়ে পড়েছে তারা। তবে কেন সবাই অসুস্থ হয়ে পড়লো তা পরিক্ষা নিরিক্ষা করলে বলা যাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।