শেরপুরে মাইক্রোবাস চাপায় আনন্দ (১৮) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে । সেই সাথে আহত হয়েছে সঙ্গে থাকা আরো দুই আরোহী। নিহত আনন্দ শেরপুর পৌরসভার মীরগঞ্জ মহল্লার আনোয়ার হোসেন ওরফে আনুর ছেলে।
পুলিশ জানায়, আজ সকাল ৯ টার দিকে নিহত আনন্দ তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে জামালপুরে বেড়াতে যাচ্ছিল । তারা সদর উপজেলার কসুমহাটি বাজারে পৌছালে বিপরীত দিকথেকে আসা একটি মাইক্রোবাস সাইট দিতে গিয়ে চাপা দেয় । এমন সময় ঘটনাস্থলেই আনন্দের মৃত্যু ঘটে।
অপর দুই আহত স্বাধীন ও রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘাতক মাইক্রোবাস ও তার চালককে আটক করা যায়নি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো : নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।