শেরপুরের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ্যাডভোকেট ফতেমাতুজ্জহুরা শ্যামলী তার নিজের অর্থায়নে পৌর এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন।
৯ জুন শনিবার সকালে শহরের বটতলাস্থ তার ব্যাক্তিগত অফিসে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা আইনজীবী সমিতি’র সহ সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহাসহ শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন সাংসদ শ্যামলী পৌর এলাকার একটি ওয়ার্ডের ৯ শত নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
তিনি প্রতিদিন পর্যাক্রমে পৌরসভাসহ সদর উপজেলার সকল ইউনিয়নে শাড়ী ও লুঙ্গি বিতরণ করবেন বলে তিনি জানায়।