ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এসব কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা উপবাসব্রত পালন, মন্দিরে পূজা অর্চনা ও প্রার্থনা করেন।
আজ দুপুরে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌস, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহমেদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, ইসকন শেরপুরের সহসমন্বয়ক প্রভু জগন্নাথ দাস ব্রহ্মচারী প্রমুখ।