সারাদেশের ন্যায় শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ সোমবার ভোরে শহরের মাধবপুর এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় হুইপ আতিউর রহমান আতিকের পর পর্যায়ক্রমে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষে স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে সকাল ৭ টায় শহরের চক বজারস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক এবং সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।
এসময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতে একই কর্মসূচি যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে।