কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ভলেন্টিয়ার ফর বাংলাদেশে’ (ভিবিডি) শেরপুর জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দু:স্থ শিশুদের নিয়ে ‘লাল সবুজে বিজয উৎসব’ পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর বুধবার দুপুরে পৌর পার্ক মাঠে এ উৎসবে দু:স্থ শিশুদেরকে বিনা মূল্যে জাতীয় পতাকা বিতরণ এবং তাদের মুখ ও হাতে জাতীয় পতাকা অংকন করে দেয়া হয়।
একই সাথে পার্কে বেড়াতে আসা সচ্ছল ব্যক্তিদের কাছে জাতীয় পতাকা বিক্রি করে দু:স্থদের মাথে শীত বস্ত্র বিতরণের জন্য তহবিল গঠন করা হয়েছে।
এসময় সংগঠনের এইচআরও রকিবুজ্জামান রকিব, সেক্রেটারি শাহরিয়ার হোসেন শিশির,আনিকা তাসফিয়া, শ্লাগা অধিকারী, মেহেদি হাসান হামিম প্রমূখ উপস্থিত ছিলেন।