নাঈম ইসলাম: রমজানে বাজার নিয়ন্ত্রণে ও জনদূর্ভোগ লাঘবে শেরপুর জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে নয়ানী বাজার হতে খরমপুর মোড় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে তিন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন শেরপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান শাওন ও অহনা জিন্নাত।
জানা যায়, জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশনায় রমজানের বাজার নিয়ন্ত্রণে নয়ানী বাজারের মাংসহাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে কোন নীতিমালা অনুসরণ না করে পশু জবাই করে ভক্ষণ অযোগ্য মাংস বিক্রির দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ১৭ ধারা ভঙ্গের দায়ে ২ জন মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট চার হাজার টাকা অর্থদন্ড প্রদান ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়
এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন না করা, মানহীন, মেয়াদবিহীন পণ্য বিক্রি, আদালতে নিম্নমান প্রমানিত হওয়া ৫২ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫২ ধারা ভঙ্গের কারণে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া সড়কের দুইপাশে অবৈধভাবে অস্থায়ী সড়ক দখলকরীদের সড়ক থেকে নিজ দায়িত্বে সরে গিয়ে সাধারণ মানুষের চলাচলের জায়গা উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। শেরপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান শাওন বলেন, জনসেবায় এ অভিযান অব্যহত থাকবে।