শেরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। আজ সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ও কোহিনুর জাহান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শেরপুর শহরে ভেজাল খাদ্য পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় শহরের নিউমার্কেট আলীশান হোটেলে ২০ হাজার টাকা, শাজাহান হোটেলে ৮ হাজার টাকা, সম্রাট হোটেলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে আলালের মোহাম্মদীয়া বেকারীতে ১৫ হাজার, খোকন বেকারী ও হারুন বেকারীতে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় প্রসিকিউটর শাহজাদা খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।