শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও বিজিবির ৪ সদস্য আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়ানের সদস্য রবিউল ইসলাম ও সবুজ মিয়া এবং পুলিশের এএসআই আজহারুল হক ও কনস্টেবল জান্নাত মিয়া। এ ঘটনার পর থেকে ওই বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় একটি গার্মেন্টস দোকানসহ কয়েকটি দোকান লকডাউনের বিধি লংঘন করায় জরিমানা করা হয়।
এতে স্থানীয় কতিপয় ব্যবসায়ী একটি সংঘবদ্ধ চক্র মাইকিং করে লোক জড়ো করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে। আইনশৃঙ্খলা বাহিনী হামলা প্রতিহত করতে গেলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এক পর্যায়ে হামলাকারীরা ইট-পাটকেল ছুড়ে মারলে এতে আহত হন বিজিবি ও পুলিশের ৪ সদস্য। এসময় ভাংচুর করা হয় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ির গ্লাস।
এদিকে এ ঘটনায় হামলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।