শেরপুরে কাজল মিয়া (৩২) নামে এক প্রতারক ভূয়া কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ মে রবিবার রাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়রা নামাপাড়া এলাকার বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় হাজি জফিল উদ্দিনের ছেলে। সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, কাজল মিয়া ওরফে কাজল কবিরাজ দীর্ঘদিন যাবত নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে এলাকা ও আশেপাশের সহজ-সরল, অশিক্ষিত লোকজনকে তাবিজ-কবচ দিয়ে এবং কোন কোন ক্ষেত্রে কুফরীর মাধ্যমে প্রতারণা ও ধোকা দিয়ে ঠকিয়ে আসছিল।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতে এসআই জীবনের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল কাজল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওই ঘটনায় রাতেই এসআই জীবন বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এদিকে ভূয়া কবিরাজ কাজলের গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।