জামালপুর ফৌজদারী মোড় হতে শেরপুর ব্রহ্মপুত্র ব্রিজ পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, চরপক্ষিমারী ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী, সদর উপজেলার চরপক্ষিমারী মৌজার নায়েব শহীদুল ইসলামসহ ক্ষতিপূরণের চেক গ্রহিতারা। এদিন ১০ টি চেকে মোট ৫৮ লাখ ৪৩ হাজার ২৬০ টাকার চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়।