শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর সরকারি কলেজে দিনব্যাপী “রক্ত দিন জীবন বাঁচান” নামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে শেরপুর সরকারি কলেজে অধ্যয়নরত চার শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করা হয়।
শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন এই কর্মসূচির উদ্বোধন করেন। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) শেরপুর জেলা শাখার ২৩জন স্বেচ্ছাসেবী ও ২ জন মেডিক্যাল টেকনিশিয়ানের মাধ্যমে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
জবস প্রিপারেশন এন্ড লার্নিং এপ্স প্রিয় শিক্ষালয় এবং স্থানীয় আইএসপি ওয়েবলিংক শেরপুরের অর্থায়নে অনুষ্ঠিত ফ্রি ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ডিভিশনাল বোর্ড এর ফান্ড রাইজিং সেক্রেটারি রকিবুজ্জামান রকিব।
এছাড়া ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) শেরপুর জেলার বোর্ড মেম্বার সভাপতি নাইম তালুকদার , সহ সভাপতি মশিউর রহমান সজীব, সাধারণ সম্পাদক আনিকা তাসফিয়া, হিউম্যান রিসোর্স অফিসার মাহিবুল আলম রাব্বি, প্রজেক্ট অফিসার মোঃ অনিকুজ্জামান অনিক, কোষাধ্যক্ষ মাহফুজ রহমান তুর্জয়সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।