শেরপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পইনের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার বয়ড়া পরানপুর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে এ উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি,ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুনাহারসহ আরও অনেকে।
এবার শেরপুরে ১৩৪৬টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সি ২২ হাজার ৮শ২৪ জন, ১২-৫৯ মাস বয়সি ১লক্ষ ৭৯ হাজার ৭শ ১২ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ট্যাবলেট খাওয়ানা হবে।