১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে জাতির কলঙ্কময় দিন বলে উল্লেখ করার প্রতিবাদে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষিকা রায়হানা আক্তার পারভীনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে স্কুল অঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে। ওইসময় তারা প্রধান শিক্ষিকার ষড়যন্ত্রে ৪ শিক্ষকের বদলির প্রতিবাদ জানিয়ে তাদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনার দাবি জানায়।
উল্লেখ্য, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সরকারি ভিক্টোরিয় একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে ওই দিনকে ‘জাতির কলঙ্কময় দিন’ বলে উল্লেখ করেন প্রধান শিক্ষিকা রায়হানা আক্তার পারভীন। ওই ঘটনার প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে বদলি করা হয় ৪ সহকারী শিক্ষককে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রায়হানা আক্তার বেগম সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধুর জন্মদিনে আমি এ ধরনের কোন কথা বলিনি। ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক ছিলেন। তিনি আরও বলেন, কয়েকদিন আগে মাধ্যমিকের পরিচালক ও ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক বিদ্যালয় পরিদর্শণে আসেন। পরে ওই চার শিক্ষককে বদলী করেন। কিভাবে তাঁরা বদলী হয়েছে আমি কিছু জানিনা।