শেরপুরে ১১ বোতল ভারতীয় মদ ও ৬ কেজি গাজা সহ ৪জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । আজ সোমবার ভোররাত থেকে পৃথক তিনটি অভিযানে তাদের আটক করে ওই মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলো ময়মনসিংহ জেলা ধুবাউরা উপজেলার কাউয়ার কান্দা গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে মো: আলমাছ(৭৫),শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারোপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন(২০) , একই গ্রামের আব্দুল হেকিমের ছেলে মমতাজ আলী(২২) এবং শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে বদিউজ্জামান বদ্দি (৫০) ।
ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান তালুকদার শেরপুর টাইমসকে জানান, শেরপুরের পুলিশ সুপারের বিশেষ নির্দেশে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে এস আই হাসিবুল হাসান, এস আই ফজলে এলাহী ও এ এস আই শফিকুল ইসলামের পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয় । এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।