শেরপুরে ভাতিজা হাবিবুর রহমানের লাঠির আঘাতে চাচা আবু বকর টিপু মিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সকালে জেলার শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ওই গ্রামের মৃত ফুল মাহমুদ মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক পূর্ব শুত্রতার জের ধরে আজ সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজা হাবিবুর চাচা আবু বকরকে ধাক্কা দিলে সে রাস্তার ধারে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। যদিও নিহতের পরিবারের দাবী ভাতিজা হাবিবুর রহমানের লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে।
এদিকে পুলিশ বলছে, ময়নাতদন্ত শেষে জানা যাবে ঘটনার মুল রহস্য। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।