শেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিপুল (৩০) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আমিন (৪৫) নামে আরো একজন। সোমবার (১৭ জুন) রাত এগারোটার দিকে শহরের অষ্টমীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপারকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে চালক। নিহত ও আহতরা সম্পর্কে দুই সহোদর এবং অষ্টমীতলা এলাকার নাহের উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে নিজেদের ফার্নিচারের দোকানের সামনে কাজ করছিলেন সহোদর আমিন ও বিপুল। এসময় ময়মনসিংহ থেকে শ্রীবরদীগামী ইমাদ এন্টারপ্রাইজের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ওই দুইজনকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ছোট ভাই বিপুলকে মৃত ঘোষণা করে এবং আশংকাজনক অবস্থায় বড় ভাই আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।