শেরপুরে আসন্ন সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবিহা জামান শাপলার গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার নলবাঈদ বাজারে এ স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রবীন শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. আব্দুর রহমান, আলহাজ্ব সুরজ্জামান (ছুরল মাস্টার), আব্দুর রশিদ বিএসসি, চরমোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শিপন, এনজিও প্রতিনিধি নূরমোহাম্মদ , শেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি এস এম শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় মতবিনিময়কালে বক্তারা বলেন, শাপলা এই চরাঞ্চলের মেয়ে,আমাদের আদরের কন্যা। আসন্ন উপজেলা নির্বাচনে আমরা চরাঞ্চল ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি মানুষ একেকজন শাপলা হয়ে মাঠে কাজ করবো এবং বিজয় ছিনিয়ে আনবো । শাপলা, একাধারে একজন শিক্ষক,গণমাধ্যমকর্মী, উচ্চশিক্ষিত ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। আমরা আশা করছি উপজেলাবাসী তাকে মূল্যায়িত করবে এবং তাকে জনগনের প্রতিনিধি বানাবে ।
মতবিনিময় কালে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবিহা জামান শাপলা বলেন, আমি আপনাদেরই মেয়ে, যেহেতু এবারের মহিলা ভাইস চেয়াম্যান পদটি দলীয় প্রতিকে হচ্ছেনা । এখানে যে কেউ নির্বাচন করতে পারবে , সবার জন্য উমুক্ত। তাই আমি আপনাদের সম্মতিতেই প্রার্থী হয়েছি। আগে আল্লাহ পরে আপনারাই আমাকে বিজয়ী করতে পারেন । দলমত নির্বিশেষে আমি সকলের ভোট ও সহযোগিতা চাই । আমি কথা দিতে পারি, আপনাদের পাশে থেকে আজীবন কাজ করে যাবো। যৌণ হয়রানী, বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী শিক্ষার প্রসার, নির্যাতিত ও অবহেলিত নারীর অধিকার বাস্তবায়নের ব্রত নিয়ে আমি কাজ করে যাব ।
এর আগে প্রার্থী সাবিহা জামান দুপুর থেকেই স্থানীয়দের বাড়ীতে বাড়ীতে গিয়ে কুশল বিনিময় করেন এবং আসছে নির্বাচনে নিজেকে একজন প্রার্থী হিসেবে জানান দেন।