শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনাতনে রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মুকছেদুর রহমান, নতুন কমিটির সভাপতি মো. মুহসিন আলী, সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, বিদায়ী সভাপতি মো. চাঁন মিয়া, নির্বাচন কমিশনার শিক্ষক শাজাহান আলী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে হুইপ আতিক নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং শপথ বাক্য পাঠ করান। এসময় বক্তব্যে হুইপ আতিক বলেন, শিক্ষকরা জাতির বিবেক। তাই শিক্ষার্থীদের দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা তাদের নৈতিক দায়িত্ব।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।