মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে শেরপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছেন শিক্ষক-কর্মচারীরা। আজ দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে শহরের নিউমার্কেট মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণে সমবেত হন। সেখানে জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়ক ও জেলা শিক্ষক সমিতির আহবায়ক মুহসীন আলী আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির আহবায়ক প্রভাষক মাসুম ইবনে শফিক, কলেজ শিক্ষক ফোরামের আহবায়ক প্রভাষক সারোয়ার জাহান তপন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ চান মিয়া, সাধারণ সম্পাদক একেএম শাহনুর হাবিব, নালিতাবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, ঝিনাইগাতী উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক আমিরুজ্জামান লেবু, শ্রীবরদী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফরহাদ আলী প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।
পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।