আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও নাগরিক সংগঠন জন উদ্যোগের পক্ষ থেকে পৃথকভাবে আলোচনা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ ১০জন জন নারী জয়িতাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উপস্থিত ছিলেন ।
অন্যদিকে পৌরসভা যাদুঘর মুক্ত মঞ্চে ৭জন শ্রেষ্ঠ নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জনউদ্যোগ সম্মাননা প্রদান করা হয়।