শেরপুরে মফিজল হক (৬০) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । মফিজল জেলার ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া নয়াগাঁও গ্রামের মৃত আকন্দ মিয়ার ছেলে।
পুলিশ পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানায়, নিহত মফিজল দীর্ঘদিন যাবত উচ্চরক্তচাপ সহ নানাবিধ রোগে ভূগতেছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টারদিকে ডেফলাই বাজার থেকে ওই বৃদ্ধা তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফিরতেছিল । বাড়ীর কাছেই খালের উপর নির্মিত একটি বাশের সাঁকো পাড় হওয়ার পথে কোন এক সময় সে সাকোঁ থেকে পানিতে পড়ে যায় ।
এদিকে খোজঁ না পেয়ে পরিবারের লোকজন খোজাঁখোঁজির এক পর্যায়ে ওই খালের পানিতে তার মৃতদেহ ভাসঁতে দেখে পুলিশ কে খবর দেয় । পরে রাত ১১ টারদিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই মৃতদেহ টি উদ্ধার করে। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।