“নো বিসিএস, নো ক্যাডার” এই দাবীতে ও সদ্য জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের ক্যাডারভূক্ত না করে তাদের নন-ক্যাডারে রাখাসহ কতিপয় দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করেছে শেরপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি।
আজ সকালে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম ওই স্মারকলিপি গ্রহণ করেন। ওইসময় সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক আবু রায়হান মোঃ আল বেরুনী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক একেএম আলিফ উল্লাহ আহসান, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, প্রভাষক নাজমুল আলম সিদ্দিকীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের চাকরির নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি ও পরিচালনার জন্য স্বতন্ত্র নীতিমালা প্রণয়ন, জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন, সরকারি কর্ম কমিশন গৃহীত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগে জন্য সুপারিশ ব্যতীত অন্য কোন পথে কোন ব্যক্তিকে ক্যাডারভূক্ত না করা এবং সম্প্রতি জাতীয়করণকৃত ১২টি মডেল কলেজের শিক্ষকদেরকেও অনুরূপ বিধিমালার আওতায় আনার দাবি জানানো হয়।