“সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য সর্বত্র” এই স্লোগানে শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শেরপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা সদর হাসপাতাল মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। সিভিল সার্জন ডা. রেজাউল করিমের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোবারক হোসেনের সঞ্চলনায় এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, স্বাধিনতা চিকিৎসক পরিষদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নাদিম হাসান।
আলোচনাসভায় বক্তারা সমাজের সর্বত্র সকলের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য সুচিকিৎসা গ্রহণের ব্যপারে তাগিদ দেন।
এর আগে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।