“রেডক্রস ও রেডক্রিসেন্ট সর্বত্র সবার জন্য ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের আয়োজনে শেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস এবং প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্টের ১৯১তম জন্ম বার্ষীকি পালিত হয়েছে।
সকাল সাড়ে এগারটায় শহরের মাধবপুরস্থ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের কার্যালয়ে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির উদ্ভোধন করেন রেডক্রিসেন্ট জেলা ইউনিটের ও জেলাপরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও রেডক্রস, রেডক্রিসেন্টের সদস্যদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালিটি কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বর্পূূন সড়ক প্রদক্ষিন শেষে একইস্থানে গিয়ে শেষ হয় ।
পরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, সেক্রেটারী জেলা যুবলীগ সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান , জেলা আইনজীবি সমিতি ও প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার , শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসনে সুরুজ , সাবেক যুব প্রধান নূরে আলম চঞ্চল প্রমুখ ।