‘সবার জন্য নিরাপদ পানি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে ওই র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নিজামুল হক, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল আমিন রাজু এবং শিক্ষার্থী জুবায়ের হোসেন, তানজিদা তাবাসসুম জিনিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (আইসিটি) মোস্তাফিজুর রহমান শাওন। ওইসময় পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও জেসমিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় সবার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে নাগরিক সচেতনতাবোধ বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।