‘আসুন বায়ু দূষণ রোধ করি’-এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ২০ জুন বৃহস্পতিবার শেরপুরে বর্ণাঢ্য র্যালি হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সকালে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা নুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক রাসেল নোমান। এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) মেজবাউল আলম ভুইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক হায়দার আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের জীবনের সঙ্গে পরিবেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। সারাবিশ্বে বর্ধিত জনসংখ্যার চাপ, দ্রুত নগরায়ন, মাটি-পানি ও বায়ু দূষণের কারণে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। পরিবেশ দূষণ রোধে সকলকে একত্রে কাজ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার হিসেবে সনদপত্র ও চারাগাছ বিতরণ করা হয়।