আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বেলুন-ফেস্টুন উড়ানো সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা । এতে শেরপুর বিটিসিএল এর সহকারী ব্যবস্থাপক আকতার হোসেনের সভাপতিত্বে ও এনডিসি মেজবাউল হক ভূইয়ার সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপনের বর্ষপূর্তি ও সেবা বিতরণের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সহকারী জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফজলুর রহমান প্রমুখ ।
এছাড়াও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU) প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শনস্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে থেকে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। পরবর্তীতে নভেম্বর, ২০০৬ -এ অনুষ্ঠিত ITU সম্মেলনে ১৭মে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দিবসটির আনুষ্ঠানিকতা পালন করা হয় ১৮ মে।