“কুষ্ঠ আক্রান্ত বালক বালিকায় আর কোন বিকলাঙ্গতা নয়” এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস।
এ উপলক্ষে আজ সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা হাসপাতাল থেকে একটি র্যালী বাহির হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা সিভিল সার্জন অফিস ও ডেমিয়েল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে হাসপাতালের হল রুমে সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমিয়েল ফাউন্ডেশনের প্রজেক্ট ডাইরেক্টর কবির মোঃ মনিরুল আজম খান, মেডিসিন কলসানটেন্ট ডাঃ নদিম হাসান ও আরএমও ডাঃ নাহিদ কামাল। কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণ ও পরকর্তীতে করণীয়, কোথায় গেলে এই সেবা পাওয়া যায় এবং কি পদ্ধতিতে এই রোগের চিকিৎসা দেওয়া হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আয়োজকরা।
অনুষ্ঠানে শেরপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।