এইডস নির্মূলে প্রয়োজন জনগনের অংশগ্রহণ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা শেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়। রবিবার (১লা ডিসেম্বর ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ়্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালীর নের্তৃত্ব দেন ও উদ্ধোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
পরে জেলা হাসপাতাল মিলনায়তনে র্যালীরোত্তর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আবুল কাশেম মোহাম্মদ আনওয়ারুর রউফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল বারেক তোতা, ডিএমএ শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ এ.টি.এম মামুন জোশ, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সেলিম মিঞা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ খায়রুল কবির সুমন প্রমুখ।
সিভিল সার্জন অফিসের এমওসি ডা. মোবারক হোসেনের উপস্থাপনায় জেলা সদর হাসপাতাল সিভিল সার্জন অফিস সহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও নার্স ইন্সটিটিউটের অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।