শেরপুর জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের ১০ মামলায় ৩৮জনকে গ্রেফতার করেন।
৬ডিসেম্বর শনিবার রাতে শেরপুর সদর থানাসহ অন্যান্য থানা পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ‘শেরপুর টাইমসকে জানান, অপরাধ দমনে জেলা পুলিশ প্রায় সময় এসব অভিযান করে থাকেন। গত রাতের অভিযানে ৩৮ ব্যক্তিকে গ্রেফতার করে আজ (৭ডিসেম্বর) কোর্টে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।