পুলিশ হেডকোয়াটার্স কর্তৃক বিশেষ অভিযানে শেরপুরে জেলা পুলিশ বিভিন্ন অপরাধের দায়ে ১১ মামলায় ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১০জুন রবিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শেরপুর টাইমসকে জানান, পুলিশ হেডকোয়াটার্সের অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ গতকাল জেলার বিভিন্ন থানায় ১১টি মামলায় ২৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যাহার মধ্যে মাদকের মামলা ৮টি। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের সাথে থাকা ১ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন (যার মূল্য ১লক্ষ ২০ হাজার) টাকা ও ৯৩ পিস ইয়াবা (যার মূল্যে ২৭ হাজার ৯শ) টাকা জেলা পুলিশ উদ্ধার করেন।