শেরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রদর্শন, পরিবেশন ও বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে শহরের খোয়ারপাড় এলাকায় এই ভ্রাম্যমান আদাল পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রদর্শন, পরিবেশন ও বিক্রির দায়ে খোয়ারপাড় এক হোটেল মালিককে ১০হাজার, ফল বিক্রেতাকে ৪০০ এবং একটি বেকারীর স্বত্বাধিকারীকে ৮হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ৫২ ও ৫৩ ধারায় এই অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ ফয়সাল খান, জহিরুল ইসলাম এবং অহনা জিন্নাত।
ভ্রাম্যমান আদালত চলাকালে জনস্বার্থে স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও পরিবেশন করতে উপস্থিত সবাইকে সচেতন করা হয়। এসময় জেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।