শেরপুরে বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার এসব কলেজের হল রুমে এ ক্লাশ অনুষ্ঠিত হয়।
শেরপুর মডেল গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাশে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া, শিক্ষক মাহবুবুর রহমান, মাসুদ হাসান, মাসুম ইবনে শফিক, সারোয়ার জাহান, শিক্ষার্থী বুশরা, সেঁজুতি, শ্রাবণী ও মুন্নী।
নকলা উপজেলার চন্দ্রকোণা কলেজের ওরিয়েন্টেশন ক্লাশে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সহকারি অধ্যাপক আরিফুল ইসলাম, সহকারি অধ্যাপক নজির আহম্মেদ, প্রভাষক জয়ন্ত কুমার দেব, প্রভাষক রৌশন আলম, প্রভাষক শাহজাহান মিয়া, প্রভাষক মহিউদ্দিন সোহেল প্রমূখ।
নকলা মহিলা কলেজের ওরিয়েন্টেশন ক্লাশে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া কলেজের শিক্ষার্থীকে ফুল উপহার দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।