মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শেরপুরে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এসময় শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে সর্বোস্তরের মানুষের ঢল নামে।
রাত ১২ টায় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিক ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, জেলা পরিষদের পক্ষ হতে প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, জেলা আইনজীবি সমিতি, শেরপুর প্রেসক্লাব এবং একে একে জেলার অন্যান্য সরকারী-বেসরকারী দপ্তরের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় প্রধান প্রধান রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি তাদের সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী ও সংগঠকরা একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।