মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শেরপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে
শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে। রাত ১২ টায় একুশের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ
মিনারে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ
অর্পণ করেন।
পরে জেলা প্রশাসক আনারকলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, শেরপুর পৌর মেয়র
গোলাম কিবরিয়া লিটন, জেলা আওয়ামীলীগ, শেরপুর প্রেসক্লাব, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স
ক্লাবসহ জেলার অন্যান্য সরকারি- বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী
সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
একই সময় জেলার প্রতিটি উপজেলায় সরকারি- বেসরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন
রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের
নেতা-কর্মী ও সদস্যরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।