স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতার কারণে শেরপুর জেলায় বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। যদিও করোনার বিস্তার রোধে পৌর এলাকাসহ সদর উপজেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে। বলবৎ থাকবে ২৮ জুন পর্যন্ত।
শেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছে আরও একজন। এর মাধ্যমে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২’শ ছাড়াল। মোট মৃত্যু ২০ জন।
বুধবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রচার সেল জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে সদরে ৩১ জন, শ্রীবরদিতে দুইজন, নালীতাবাড়িতে চারজন, নকলায় একজন ও ঝিনাইগাতিতে চারজন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ ভাগ।
জেলায় মোট আক্রান্ত ১২০৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৯৭ জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯০ জন।