শেরপুরের নকলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জুয়েল মিয়া (২৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল পৌরসভাধীন কায়দা মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, জুয়েল শহরের দড়িপাড়া এলাকায় শহিদুল ইসলামের বশত ঘরের ওয়ারিং কাজ শেষ করে পানির পাম্পের লাইনের সংযোগ দিতে যায়। এসময় সে বিদ্যুতের তাড়ে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল্লাহ আল-নোমান মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শাহ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।