নাইম ইসলাম : শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পল্লীবিদ্যুতের খুঁটি। আর এ খুঁটি দিয়ে ১১ হাজার ভোল্টেজের বিদ্যু লাইন পরিবাহিত হচ্ছে। এরই মধ্যে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে খেলাধুলা ও অ্যাসেম্বলি করছে। ঝড়-বৃষ্টি কিংবা ভারি বাতাস হলে বিপদজনক অবস্থায় দাড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি থেকে ঘটতে পারে যেকোন বড় ধরনের দূর্ঘটনা।
বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী শিলা, কনক, মিলনসহ অনেক শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে সবসময় ভয়ে থাকি পল্লীবিদ্যুতের এ খুঁটির কারনে। মাঠে ঠিকমতো খেলাধুলা করতে পারিনা। বিশেষ করে বর্ষা মৌসুমে বেশি ভয়ে ভয়ে থাকি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে। যেকোন সময় বিদ্যুতের তার ছিঁড়ে বড় ধরনের দূর্ঘটনা হতে পারে। ঝড়-বৃষ্টির মৌসুমে বাতাসে তার ছিঁড়ে পড়ার সম্ভবনা থাকে, এতে আমরা চিন্তায় থাকি।
এ ব্যাপারে শ্রীবরদী পল্লীবিদুৎ সমিতির সভাপতি সবুজ মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পল্লীবিদ্যুৎ অফিসে অভিযোগ পেলে দ্রুত খুঁটি সরিয়ে দেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, পশ্চিম ঝিনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পল্লীবিদ্যুতের খুঁটি পল্লীবিদ্যুতের খুঁটি সম্পর্কে আপনার মাধ্যমে জানলাম। সরেজমিনে গিয়ে খুঁটি সরানোর প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।
তবে এব্যাপারে শেরপুর পল্লী বিদ্যু সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মাসরুল হক খান জানান, স্কুল মাঠে খুটিঁ থাকার ব্যাপারে কেউ আমাদের জানাননি লিখিত আবেদন পেলে তদন্ত সাপেক্ষে খুটি সরিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহন করবো।