বিজয় টিভি’র ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ও সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা। বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম আজফার বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, কবি-কলামিস্ট তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, শরিফুর রহমান, রওশন কবীর আলমগীর, আসাদুজ্জামান মোরাদ, মহিউদ্দিন সোহেল, মোহাম্মদ জুবায়ের রহমান, নুর-ই-আলম চঞ্চল, তপু সরকার হারুন, শেরপুর ক্যাবলের স্বত্ত¡াধিকারী আফজাল মাহমুদ শাহীন প্রমুখ।
পরে প্রধান অতিথি সকলকে নিয়ে বিজয় টিভির ৫ম বর্ষে পদার্পণের কেক কাটেন। এরপর উপস্থিত সবাই ইফতারে শরিক হন।