বিজয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে কবিতা পাঠ এবং সাহিত্যের ছোট কাগজ বা ভাঁজপত্র ‘কবিতা কাগজ’ এর পাঠ উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের নয়ানীবাজারস্থ গাঙচিল কার্যালয়ে সাংবাদিক ও কবি রফিক মজিদের সম্পাদনায় প্রকাশিত এ ‘কাবিতা কাগজ’ এর পাঠ উন্মোচন করা হয়।
এসময় গাঙচিল সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, বাংলাদেশে লেখক সমিতি’র শেরপুর জেলা শাখার সভাপতি ডা. গোলাম রাব্বানী, ছাড়াকার নুরুল ইসলাম নাযীফ, কবি এমএইচ মুকুল, কবি শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পাঠ উন্মোচনের পর বিজয়ের স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করা হয়।