![](https://sherpurtimes.com/wp-content/uploads/2021/07/205438367_978857952880319_2372295283524171061_n.jpg)
শেরপুরে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ১৬টি ভ্রাম্যমাণ আদালতে ১৭৬টি অভিযানে ৮৬ টি মামলা এবং ৫২হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে।
এসব মামলার মধ্যে শেরপুর সদরে ৩৯, শ্রীবরদীতে ৬ টি, ঝিনাইগাতীতে ১১টি, নকলায় ১৯টি ও নালিতাবাড়ীতে ১১টি। মোট ৮৬ টি মামলা হয়েছে বিকেল ৪টা পর্যন্ত ।
![](https://sherpurtimes.com/wp-content/uploads/2021/07/204711663_573463610303011_2499127902258024524_n-1.jpg)
শেরপুর কালেক্টরেটের স্থানীয় সরকার উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম আজ বৃস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত অভিযানের এসব তথ্য ‘প্রেস শেরপুর’ ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাংবাদিকদের জানান
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। আজ ভোর ৬ টা থেকে শুরু হয়েছে এই কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৭ জুলাই রাত ১২ পর্যন্ত। সরকারের ঘোষণা অনুযায়ী জরুরি সেবা ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। সেই ঘোষণা বাস্তবায়নে এবার পুলিশের পাশাপাশি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি।