শেরপুরে ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএমএ শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এমএ. বারেক তোতার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আতিকুর রহমান আতিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ অনুপ ভট্রাচার্য্য, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমীন রহমান অমি, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম, স্বাচিপ এর সভাপতি ডাঃ এটিএম মামুন (জোস), সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ নাদিম হাসান।
সঞ্চালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোবারক হোসেন। এ অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।